শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর সরকারী কলেজের অধ্যক্ষের অপসারন সহ ১২ দফা দাবীতে মানববন্ধন ।। ২ঘন্টা সড়ক অবরোধ

By মেহেরপুর নিউজ

January 23, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ জানুয়ারী: মেহেরপুর সরকারী কলেজের অধ্যক্ষের অপসারন সহ ১২ দফা দাবীতে মানববন্ধন করেছে কলেজের ছাত্র-ছাত্রীরা। আজ বুধবার সকাল সাড়ে ১১টার সময় মেহেরপুর সরকারী কলেজের সামনে সরকারী কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে কলেজের অধ্যক্ষের অপসারন ও মাষ্টার্স কোর্স চালু সহ ১২ দফা দাবীতে মানববন্ধন পালন করেছে। ১২দফf দাবীগুলো হলো: অধ্যক্ষের নিয়মিত উপস্থিতি না থাকার কারনে  অপসারন ,উপাধ্যক্ষের শূন্য পদ পূরন, শূন্য পদে শিক্ষক নিয়োগ, শূন্য পদে কর্মচারী নিয়োগ. মাষ্টার্স কোর্স চালু করা , বানিজ্য অনুচ্ছেদের-হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনার বিষয়ে অনার্স কোর্স চালু, কলেজ লাইব্রেরি ও স্ব স্ব বিভাগে লাইব্রেরিতে পর্যাপ্ত বাই সরবরাহ ,কলেজ হোস্টেল নির্মান, কলেজের সম্পত্তির সঠিক হিসাব ও ব্যবহারকারীগনের তালিকা প্রকাশ এবং লিজ সম্পৃক্ততা নিশ্চিত করণ ,কলেজ প্রশাসনের দূর্নীতি বন্ধ এবং স্বচ্ছতার সাথে আয় ব্যায়ের হিসাব প্রকাশ।,কলেজ শিক্ষার্থীদের শিক্ষা মূলক বিনোদনের ব্যবস্থা করা এবং  দীর্ঘ ১৯ বছর ছাত্র সংসদ না থাকায় অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজণী ব্যবস্থা গ্রহণ। মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রলীগের  সভাপতি তহিদুল ইসলাম, সাধারন সম্পাদক রুবেল সহ ছাত্র-ছাত্রীরা। বক্তারা বলেন তাদের দাবী পূরন না হলে আগামীতে কঠর কর্মসূচীতে যেতে বাধ্য হবে। মানববন্ধনে কলেজের কয়েকশত ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করে। এসময় মেহেরপুর কুষ্টিয়া মহাসড়ক ২ঘন্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে রাস্তার দুই ধারে কয়েক শত যানবাহন আটকা পরে। পরে শিক্ষার্থীরা মেহেরপুর জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি পেশ করেন।