তথ্য প্রযুক্তি

মেহেরপুর সরকারী কলেজে আইসিটি ক্যাম্প

By মেহেরপুর নিউজ

February 09, 2017

মেহেরপুর নিউজ, ০৯ ফেব্রুয়ারী:

মেহেরপুরে শিক্ষার্থী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেপুরে সরকারী কলেজের হলরুমে তথ্য ও প্রযুক্তি বিভাগের লিভারেজিং আইসিটি প্রকল্পের আওতায় ইন্টারস্পিড নামের একটি আইসিটি প্রতিষ্ঠান এ ক্যাম্পের আয়োজন করে। সরকারী কলেজের অধ্যক্ষ একেএম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পে উদ্বোধন করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পদাথ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যপক ও আইসিটি বিভাগের ইনচার্জ হাসানুজ্জামান মালেক। ক্যাম্পে আইসিটি’র বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন লিভারেজিং আইসিটি প্রকল্পের টেকনিক্যাল বিশেষজ্ঞ আসাদুর রহমান নীল। ক্যাম্পে ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।