বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারী কলেজে পিঠা পুলি উৎসব

By মেহেরপুর নিউজ

February 05, 2018

মেহেরপুর নিউজ, ০৫ ফেব্রুয়ারী: মেহেরপুর সরকারী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের উদ্যোগে কলেজের শিক্ষার্থীদের নিয়ে পিঠা পুলি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সরকারী কলেজ প্রাঙ্গনে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও পিঠা পুলি উৎসব কমিটির আহবায়ক আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারী কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফুয়াদ খান, রাজশাহী সরকারী কলেজের সহযোগী অধ্যপক ড. ফিরোজ মাহমুদ, মেহেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যপক ড. ইনাম হোসেন, আব্দুল আজিজ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারী কলেজের প্রভাষক বশির আহামেদ, সানজিদা ফেরদৌস, সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত ই খুদা রুবেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ। পিঠা পুলি উৎসবে মেহেরপুর সরকারী কলেজের বিভিন্ন বিভাগের ৭টি স্টল করা হয়।

পিঠা পুলি উৎসব কমিটির আহবায়ক আব্দুল্লাহ আল আমিন, গ্রামীন বাঙালির ঐতিহ্যবাহী পিঠা পুলির স্বাধ শিক্ষার্থীদের মাঝে ছড়িযে দিতেই আমাদের এ আয়োজন। তিনি বলেন, পিঠা পুলি উৎসবে ৭টি স্টলে ১শ ৮০ রকমের পিঠা স্থান পেয়েছে।