বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারী কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

October 30, 2018

মেহেরপুর নিউজ, ৩০ অক্টোবর: মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ আতাউল গনি বলেছেন, আগে আমাদের দেশের ছেলে মেয়েরা অন্যদেশে পড়া লেখা করতে যেতো। কিন্তু এখন অন্যদেশের ছেলে মেয়েরা আমাদের দেশে পড়া লেখা করতে আসছে। এটা আমাদের জন্য গৌরবের বিষয়। তিনি আরো বলেন, আমাদের দেশ উন্নত হয়েছে বলেই আমরা আজকে নানা ধরনের অনুষ্ঠান করতে পারছি। আনন্দ করতে পাছি। জেলা প্রশাসক মঙ্গলবার দুপুরে মেহেরপুর সরকারী কলেজে অনুষ্ঠিত ২ দিন ব্যাপি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভোজ অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর সফিউল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন, উপাধ্যক্ষ হাসানুজ্জামান মালেক, সরকারী কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, ফুয়াদ খান, জেলা যুবলীগের সদস্য মাহাবুব ডালিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফুয়ান আহম্মেদ রুপক, সরকারী কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি কুদরত-ই-খোদা রুবেল, সম্পাদক মাসুদ রানা, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাফিজুর রহমান পলেন প্রমূখ। ছাত্রলীগ নেতা নেতা জুনায়েদ ইমতিয়াজ জুলফিকারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরকারী কলেজের ছাত্রদের উদ্যোগ্যে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রথম দিনে বর্তমান ও সাবেক ছাত্র ছাত্রী সহ ছাত্র নেতাদের পদভারে মুখোরিত হয়ে উঠে।