মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ সেপ্টেম্বর: রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন এবং কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য তন্ময়ের উপর শিবিরের বর্বর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে কলেজ শাখা ছাত্রলীগ। আজ সোমবার সকাল ১১ টার দিকে মেহেরপুর সরকারী কলেজের সামনের সড়কে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলামের নেতৃত্বে মানববন্ধনে অংশ নেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন,কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক কুদরত-ই-খুদা রুবেল,সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ,শহর ছাত্রলীগের সভাপতি মফিজুর রহমান পোলেনসহ ছাত্রলীগের নেতাকর্মীরা ।