শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 23, 2016

মেহেরপুর নিউজ, ২৩ জানুয়ারী: মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের উদ্যেগে বিদ্যালয়ের ছাত্রদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ওঝা জতীয় সঙ্গিতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে এবং মশাল জ্বালিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

পরে বিদ্যালয়ের ক্রীড়া বীদরা শপত গ্রহন এবং কুচকাওয়াজ প্রদর্শন করেন। মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম আফরোজাহকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্রীড়া উপ কমিটির আহবায়ক সেকেন্দার আলী।

পরে প্রধান শিক্ষক বেগম আফরোজা হক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এর আগে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী শিক্ষক ফজলুল হক, মোজাম্মেল হক, আবুল কালাম আজাদ, সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।