বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 24, 2016

মেহেরপুর নিউজ, ২৪ ডিসেম্বর: মেহেরপুর জেলা শহরের সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীতে শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি উপলক্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিৎ কুমার রায়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ কেন্দ্র পরিদর্শন করেন।

পরীক্ষায় মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে প্রভাতি শাখায় ৬০টি আসনের বিপরীতে ১০১ জন, দিবা শাখায় ৬০ আসনের বিপরীতে ১২৬ জন, ৬ষ্ঠ শ্রেণীতে প্রভাতি শাখায় ৮০ টি আসনের বিপরীতে ১৪৪ জন, দিবা শাখায় ৮০টি আসনের বিপরীতে ২৮১ জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ গ্রহন করে।

এদিকে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই শিফটে বিভিন্ন শেণ্রীতে ৪শ ২৫ টি আসনের বিপরীতে ৯৫৭ জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ গ্রহন করছে।