শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর সরকারী বালিকা বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেটে নির্বাচিতদের মাঝে দায়িত্ব বন্টন

By মেহেরপুর নিউজ

April 04, 2016

মেহেরপুর নিউজ,০৪ এপ্রিল: মেহেরপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে সদস্যদের মধ্যে দায়িত্ব বন্টন করা হয়েছে।

সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা শেষে প্রভাতি শাখায় দশম শ্রেণীর ছাত্রী পারমিতা ভট্টাচার্যকে প্রধান নির্বাচনী কেবিনেট, উপমা পাল সিমোকে পরিবেশ সংরক্ষন, মাহবুবা রহমান রোজাকে পুস্তক ও শিখন সামগ্রী, আখি আমজাদকে স্বাস্থ্য,

সানজিম আফরিন দৃষ্টিকে ক্রীড়া ও সংস্কৃতি, ফাতেমা তাহসিনকে পানি সম্পদ, রোজা ইয়াসমিনকে বৃক্ষ রোপন ও বাগান তৈরি, ফারিয়া আফরিনকে অভ্যর্থনা ও আপ্যায়ন বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।

এদিকে দিবা শাখায় দশম শ্রেণীর ছাত্রী ফাতেমা ফারজানা নির্জনাকে প্রধান নির্বাচনী কেবিনেট, জেনিথ জাহানকে পরিবেশ সংরক্ষন, নির্ঝরা মহতী পুস্তক ও শিখন সামগ্রী, খাতুনে জান্নাত রাহীকে স্বাস্থ্য, এরিনা আজিজ জেসিকে ক্রীড়া ও সংস্কৃতি,

মোছা: সাদিয়াকে পানি সম্পদ, মাইশা ফারজানাকে বৃক্ষ রোপন ও বাগান তৈরি, রনক আরা মাহফুজ নওশীনকে অভ্যর্থনা ও আপ্যায়ন বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।