শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর সরকারী মহিলা কলেজে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 25, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ অক্টোবর: মেহেরপুরে ”নারীর ক্ষমতা নিশ্চিত করি, নারীর প্রতি বৈষম্য দূরীকরণে শিক্ষার্থীদের ভুমিকাই অন্যতম “ শীর্ষক এক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মেহেরপুর সরকারী মহিলা কলেজ মিলনায়তনে খান ফাউন্ডেশন’র মেহেরপুর শাখার উদ্যেগে  কলেজ পর্যায়ে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেহেরপুর পৌর কলেজ ও সরকারী মহিলা কলেজ ২টি পর্য়ায়ে প্রথম স্থান লাভ করে।  পৌর কলেজের ফারজানা ববি ও সরকারী মহিলা কলেজের হুমায়ারা জান্নাত শ্রেষ্ট বক্তা নির্বাচিত হয়।

প্রতিযোগীতা শেষে বিজয়ী দল ও শ্রেষ্ঠ বক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শফিকুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসার আহসান আলী। বক্তব্য রাখেন প্রভাষক আব্দুর রাজ্জাক, খসরু ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, আব্দুল মান্নান, আব্দুল মান্নান, খাঁন ফাউন্ডেশনের মনিটরিং অফিসার ইসমত আরা প্রমুখ।