বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারী মহিলা কলেজে পিঠা উৎসব ও কারু পণ্য প্রদশর্নি

By মেহেরপুর নিউজ

January 16, 2017

মেহেরপুর নিউজ,১৬ জাুনুয়ারি: মেহেরপুর সরকারী মহিলা কলেজে পিঠা উৎসব ও কারু পণ্য প্রদর্শনির আয়োজন করা হয়। সোমবার সকালে কলেজ ক্যাম্পাস চত্বরে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা ও কারু পণ্য’র সমাহারে ৯টি স্টল সাজানো হয়। পিঠা উৎসব ও কারু পণ্য প্রদর্শনি অনুষ্ঠান কমিটির আহবায়ক সহকারী অধ্যপক কাজী আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অধ্যপক একে এম সোলাইমান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যপক আবদুল্লাহ আল আমিন, মেহেরপুর সরকারী মহিলা কলেজের প্রভাষক ড. গাজী রহমান। বক্তব্য দেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যপক মেরাজ আলী, প্রভাষক রোজী উদ্দিন প্রমুখ। পরে অতিথিরা পিঠা উৎসব ও কারু প্রদর্শনির বিভিন্ন স্টল পরিদর্শন করেন। শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী সিবানী দত্ত, রিয়া, দিবা, অমৃতা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।