বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারী মহিলা কলেজে বসন্ত বরণ

By মেহেরপুর নিউজ

February 13, 2017

মেহেরপুর নিউজ,১৩ ফেব্রুয়ারি: বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সই গো, বসন্ত বাতাসে.. বন্ধুর বাড়ির ফুল বাগানে,নানান বর্ণের ফুল, ফুলের গন্ধে মনানন্দে ভ্রমর হয় আকুল,সই গো বসন্ত বাতাসে। বসন্তের মাতাল সমিরণে মোহিত হয়ে মেহেরপুর সরকারী কলেজে বরণ করে নেওয়া হয় ঋতুরাজ বসন্তকে। সোমবার সকালে কলেজ চত্বরে বাংলা বিভাগের শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের আয়োজন করে। সোমবার সকালে সহযোগি অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান গাজী আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সরকারী মহিলা কলেজের উপাধাক্ষ্য আসাফ-উদ- দৌল্লা, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মিরাজ উদ্দীন, ড. আতিয়ার রহমান, রোজি আহম্মেদ প্রমূখ। এর আগে সেখানে শিক্ষকদের গোলাপ ফুল ও মাথায় পাগড়ী বেধে বসন্তবরণ অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়। পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অমৃতা সরকার, রাত্রী, সিবানী, ঝিলিক সংগীত ও নৃত্য পরিবেশন করে।