বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারী শিশু পরিবারে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

By মেহেরপুর নিউজ

February 15, 2017

মেহেরপুর নিউজ, ১৫ ফেব্রুয়ারী: মেহেরপুর সরকারী শিশু পরিবারের উদ্যোগে সরকারী শিশু পরিবারের নিবাশীদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শিশু পরিবার প্রাঙ্গনে জেলা প্রশাসক পরিমল সিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা উত্তোলনের মধ্যে নিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, পৌর কাউন্সিলর মনোয়ারা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, শহর সমাজসেবা কর্মকর্তা দীপক কুমার প্রমানিক, শিশু পরিবারের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক জহির উদ্দিন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষক ইব্রাহীম খলিল বিশু, রুহুল আমীন।

এসময় শিশু পরিবারের ৮৮ জন নিবাসীর মাঝে ১৬টি ইভেন্টে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।