বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় অনির্দিষ্টিকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

By মেহেরপুর নিউজ

October 09, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ অক্টোবর:

১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মেহেরপুর সহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় অনির্দিষ্টিকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে । আগামীকাল বুধবার সকাল থেকে  আভ্যন্তরিন ও দুর পাল্লার সকল রুটে যথারীতি পরিবহন চলাচল করবে। উল্লেখ্য,১১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আজ মঙ্গলবার সকাল থেকে  মেহেরপুর সহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় অনির্দিষ্টিকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেন। মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে- দুর্ঘটনাকবলিত নিরীহ যাত্রীবাহী বাস, মিনিবাস ও প্রাইভেটকার পোড়ানো বন্ধ, তদন্ত সাপেক্ষে দুর্ঘটনায় দায়ী  ব্যক্তিসহ ঘটনার সঙ্গে জড়িত দোষী ব্যক্তিদের আইনানুগ শাস্তি নিশ্চিত করা, নসিমন-করিমন, ভটভটি, গ্রামবাংলা অটোভ্যান, মাহেন্দ্র ম্যাজিক, জেএসএ নামক থ্রি হুইলার ও ইজিবাইকসহ ব্যাটারি ও শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ যানবাহনে যাত্রী বহন বন্ধ ও বাস চলাচলের রাস্তায় এসব যানবাহন চলাচল বন্ধ করতে হবে। দাবিগুলোর মধ্যে আরও রয়েছে-মিনি ট্রাককে যাত্রীবাহী যানবাহনে রূপান্তর করে যাত্রীবহন নিষিদ্ধ করা, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল ইত্যাদি যানবাহন গণপরিবহন হিসেবে ব্যবহার বন্ধ, দুর্ঘটনা কবলিত গাড়ি ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় ফেরত দেওয়া, গাড়ির টায়ার, টিউব, তেল, মবিলসহ খুচরা যন্ত্রাংশের দাম কমানো ইত্যাদি। এছাড়া হাইওয়ে পুলিশ কর্তৃক পরিবহনে চাঁদাবজি বন্ধ করাসহ ১১ দফা দাবী বাস্তবায়নের জন্য  এ পরিবহন ধর্মঘটের ডাক দেন।