বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরসহ ১০ জেলায় ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট চলছে

By মেহেরপুর নিউজ

May 15, 2016

মেহেরপুর নিউজ, ১৫ মে: দুই দফা দাবিতে আজ রোববার ভোর থেকে মেহেরপুর জেলাসহ খুলনা বিভাগের ১০ জেলায় শুরু হয়েছে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট। ধর্মঘটের কারণে বিপাকে পড়েছে দুরপাল্লার যাত্রীরা। সাতদিনের আল্টিমেটামে তাদের দাবি মেনে না নেয়ায় শনিবার যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আবদুর রহিম বক্স দুদু এ পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন। আব্দুর রহিম বক্স দুদু বলেন, গত ৮ মে পরিষদের বর্ধিত সভায় সরকারের কাছে দুই দফা দাবি পেশ করে ১৪ মে পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এজন্য পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার ভোর ৬টা থেকে ১৭ মে ভোর ৬টা পর্যন্ত (৪৮ ঘণ্টা) খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘট পালন করা হবে। ধর্মঘটের আওতায় বাস ট্রাক ট্রাংকলরি কাভার্ড ভ্যানসহ সকল প্রকার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন রয়েছে। তিনি আরও বলেন, দুই দফা দাবির মধ্যে রয়েছে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ৫ জন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে বিচার কাজ শেষ করতে হবে এবং নিহতদের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ চেয়ে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। ওই মামলায় ৭ কোটি ৭৬ লাখ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। মামলা দুটি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন। এছাড়া গ্রিন লাইন পরিবহনের নামে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে দায়ের করা মামলাটিও প্রত্যাহার করতে হবে। সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘটের কারণে ভোর থেকে আন্তঃজেলা ও দুরপাল্লার সকল প্রকার বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন দুুরপাল্লার যাত্রীরা। এদিকে ধর্মঘট পালন করার লক্ষ্যে শনিবার সন্ধ্যায় মেহেরপুর জেলায় মাইকিং করে জেলা বাস-ট্রাক মালিক ও শ্রমিক সমিতি।