বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সার্কিট হাউজ প্রাঙ্গনে তাল খেজুর ও সুপারীর চারা রেপন

By মেহেরপুর নিউজ

September 14, 2015

মেহেরপুর নিউজ,১৪ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা প্রশাসকের উদোগে সার্কিট হাউজ প্রাঙ্গনে দেশী জাতীয় তাল, খেজুর ও সুপারীর চারা রেপন করা হয়েছে।

জেলা প্রশাসক শফিকুল ইসলাম সোমবার বিকালে এ চারা গুলো রোপন করেন। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হাসান, সহকারী কমিশনার ভ’মি শাহীনুজ্জামান, এনডিসি মোহাম্মদ নুর এ আলম চারা রোপনে সহযোগীতা করেণ।