বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সার্কিট হাউসে ঔষধি বাগানের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

July 18, 2023

মেহেরপুর নিউজ:

“বনায়ন”মেহেরপুরের উদ্যোগে মেহেরপুর সার্কিট হাউসে ঔষধি বাগানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালের দিকে সার্কিট হাউসে ঔষধি গাছের চারা রোপনের মধ্য দিয়ে ঔষধি বাগানের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক আজিজুল ইসলাম উপস্থিত থেকে ঔষধি ও করবি গাছের চারা রোপণ করে ঔষধি বাগানের উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো মেহেরপুরের আঞ্চলিক ব্যবস্থাপক সাজ্জাদ আহমেদ তালুকদার, ব্যবস্থাপক কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ঔষধি বাগানে নানা প্রজাতির প্রায় ১০০ টি বিলুপ্তপ্রায় ঔষধি গাছ রোপন করার পাশাপাশি সৌন্দর্য বর্ধনকারী বেশ কিছু গাছের চারা রোপন করা হয়েছে, যা সার্কিট হাউজের বর্তমান সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলবে