বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সিটি ক্লাব ফুটবল টুর্নামেন্টে উক্ত ফুটবল একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

July 21, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সিটি ক্লাব ৩য় কাপ ফুটবল টুর্নামেন্টে উক্ত ফুটবল একাদশ জয়লাভ করেছে । শুক্রবার বিকালে মেহেরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় উক্ত ফুটবল একাদশ একাদশ ৫-০ রজোড়পুকুরিয়া একাদশ পরাজিত করে। খেলায় উক্ত ফুটবল একাদশের জাহিদ ৩ টি, ইব্রাহিম ২ টি গোল করেন। খেলার প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয় অর্ধে সবগুলো গোল হয়। বিজয় দলের ইব্রাহিম ম্যান অ দ্যা ম্যাচ নির্বাচিত হন। টুর্নামেন্ট কমিটির আহবায়ক মতিউর রহমান ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।