জাতীয় ও আন্তর্জাতিক

মেহেরপুর সীমান্তের ওপারে গ্রামবাসীর হাতে নিহত বাংলাদেশীর লাশ হস্তান্তর করেছে বিএসএফ

By মেহেরপুর নিউজ

January 06, 2015

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জানুয়ারি: ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর গ্রামবাসীর গনপিটুনিতে নিহত বাংলাদেশী গরু ব্যাবসায়ী বদর উদ্দিন (৩৫) এর লাশ ভারতীয় সীমান্ত রক্ষী বাহীনি বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির কাছে হস্তান্তর করে। নিহত বদর উদ্দিন মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যার সময় মুজিবনগর সীমান্তের ১০৫ নং মেইন পিলারের কাছে পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানি কমান্ডার আবু তাহের ও বিএসএফ এর পক্ষে হৃদয়পুর ক্যাম্প কমান্ডার রক্তিম চ্যাটার্জি। এসময় নদীয়া জেলার চাপড়া থানার এস আই

কামতান রায় মুজিবনগর থানার ওসি রবিউল ইসলামের কাছে লাশ হস্তান্তর করেন। পরে মুজিবনগর থানা পুলিশ নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন। উল্লেখ্যঃ গত রোববার ভোরে পিতা বদরুদ্দিন ও চাচা কুদ্দুছ শেখ সহ মেহেরপুর শহরের একজন মোট তিনজন মিলে মুজিবনগর সীমান্তের ১০৭ ও ১০৮ মেইন পিলারের মাঝখান দিয়ে ঢুকে ভারতের সুরুটিয়া মাঠ অতিক্রম করে কৃষ্ণনগর গ্রামে পৌঁছায়। তারা গরু ব্যবসার পাওনা টাকা আদায় করতে ভারতে গিয়েছিল। সেখানে পাওনাদাররা উসকে দিলে তাদের ওপর গণপিটুনী শুরু হয়। গণপিটুনীতে বদরুদ্দিন ওইদিন সকালেই ঘটনাস্থলে মারা যায়। এ সময় পুলিশ অন্য দুই জনকে উদ্ধার করে চিকিৎসা শেষে অবৈধ অনুপ্রবেশের দায়ে জেলে দিয়েছে।