জাতীয় ও আন্তর্জাতিক

মেহেরপুর সীমান্ত ওপারে ভারতে এক বাংলাদেশীকে হত্যা, দুজনকে জেলে

By মেহেরপুর নিউজ

January 05, 2015

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ জানুয়ারি: মেহেরপুর জেলার মুজিবনগর সীমান্ত ওপারে ভারতের কৃষ্ণনগর গ্রামে বদরুদ্দিন ওরফে জসিম (৩৯) এক বাংলাদেশীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার বাড়ি মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের কোলনীপাড়ায়। সঙ্গী অন্য দুইজনকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে ভারতীয় পুলিশ নদীয়া জেলে পাঠিয়েছে। মরদেহ হস্তান্তরের প্রসঙ্গে মেহেরপুর পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম জানান, তাঁর সাথে ভারতের নদীয়া জেলা পুলিশ সুপার শ্রী অর্ণব ঘোষ (আইপিএস) সাথে কথা হয়েছে। নদীয়া পুলিশ ময়না তদন্ত, সুরতহাল রিপোর্ট এবং মামলা দায়ের শেষে ইমিগ্রেশনের মাধ্যমে দ্রুত লাশ হস্তান্তর করবে। ঘটনা প্রসঙ্গে নিহতের ছেলে ইয়াসিন আলী জানান, রোববার ভোরে পিতা বদরুদ্দিন ও চাচা কুদ্দুছ শেখ সহ মেহেরপুর শহরের একজন মোট তিনজন মিলে মুজিবনগর সীমান্তের ১০৭ ও ১০৮ মেইন পিলারের মাঝখান দিয়ে ঢুকে ভারতের সুরুটিয়া মাঠ অতিক্রম করে কৃষ্ণনগর গ্রামে পৌঁছায়। তারা গরু ব্যবসার পাওনা টাকা আদায় করতে ভারতে গিয়েছিল। সেখানে পাওনাদাররা উসকে দিলে তাদের ওপর গণপিটুনী শুরু হয়। গণপিটুনীতে বদরুদ্দিন ওইদিন সকালেই ঘটনাস্থলে মারা যায়। এ সময় পুলিশ অন্য দুই জনকে উদ্ধার করে চিকিৎসা শেষে অবৈধ অনুপ্রবেশের দায়ে জেলে দিয়েছে। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ৬ ব্যাটেলিয়ন কমান্ডার লে: কর্ণেল এস, এম মনির উজ্জামান জানান, এ বিষয়ে বিএসএফের সাথে যোগাযোগ করলে তারা জানিয়েছে ঘটনাটি ভারত সীমান্তের ৪০ কি:মি: অভ্যন্তরে কৃষ্ণনগর গ্রামে। তাই গনপিটুনীতে নিহত বাংলাদেশীর মরদেহ কৃষ্ণনগর পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। পুলিশের আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে বিএসএফ বিজিবির কাছে মরদেহ হস্তান্তর করবে।