বিশেষ প্রতিবেদন

মেহেরপুর সীমান্ত দিয়ে আসছে মাদক, অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম।। অপরাধীরা আটক হলেও দ্রুত মুক্তি পাচ্ছে জামিনে

By মেহেরপুর নিউজ

September 12, 2012

আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ সেপ্টেম্বর: মেহেরপুরের ৮৯ কিলোমিটার সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে চোরাকারবারীদের মাধ্যমে বাংলাদেশে’র অভ্যন্তরে প্রবেশ করছে হরেক রকমের মাদক, অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম ও গান পাউডার। সীমান্তবাসীদের দাবী ভারতীয় সীমান্তরক্ষীদের প্রত্যেক্ষ ও পরোক্ষ সমর্থন অনেকাংশে দায়ী। আর জেলার মাদক বিশ্লেষকরা বলছে,মামলার দূর্বল চার্জশীট এবং আটকের পরপরই অপরাধীদের জামিনে দ্রুত মুক্তি এজন্য দায়ী। এছাড়াও সীমান্তের অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, বিজিবির জনবল সংকট এবং এলাকার ক্ষমতাধর ব্যক্তিরা জড়িত থাকায় কোনভাবেই নিয়ন্ত্রণ

করা যাচ্ছে না এই অবৈধ চোরাচালান। খুব সহজেই এ সব মাদক ও অস্ত্র চলে যাচ্ছে যুব সমাজ ও অপরাধীদের হাতে। ফলে একদিকে যেমন বিপথগামী হচ্ছে দেশের ভবিষ্যত নাগরিক, অপরদিকে বাড়ছে নানা অপরাধ কর্ম। অনুসন্ধানে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার শালিকা, বুড়িপোতা, বাজিতপুর, ইছাখালি, র“দ্রনগর, শোলমারী, শুভরাজপুর সীমান্ত দিয়ে প্রচুর পরিমাণে মাদক এলেও গাংনী উপজেলার কাথুলি, খাসমহল, রংমহল, কাজিপুর, তেঁতুলবাড়িয়া, সহড়াবাড়িয়া সীমান্ত দিয়ে মাদকের সাথে আসছে অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম ও গান পাউডার। আইন শৃক্সখলা রক্ষাকারী বাহিনী জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায়ই উদ্ধার করছে মাদক, অস্ত্র ও বোমা। তবে এ ক্ষেত্রে  র‌্যাবের সফলতাই বেশি। মাদক ও অস্ত্রের কারণে হতাহতের ঘটনাও ঘটছে । আর এ কারণে জেলাবাসী চরম আতংকের মধ্যে দিন কাটাচ্ছে। র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা বিভাগের তথ্য মতে, গত তিন বছরে কমপক্ষে দশ হাজার বোতল ফেন্সিডিল, ৫শ বোমা ও ৫০টি শার্টারগান উদ্ধার করেছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।

মেহেরপুর জেলার সাথে দক্ষিণ, পশ্চিম ও উত্তর দিয়ে ভারতীয় সীমান্ত রয়েছে ৮৯ কিলোমিটার। যার পুরোটাই রয়েছে কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা। বেড়ার গা ঘেঁসে রয়েছে কংক্রিট রাস্তা। একশ গজ পর পর রয়েছে বিএসএফের সেন্ট্রি পোষ্ট। ক্যাম্প আছে ২০ টি। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিভাবে আসছে এসব মাদক ও অস্ত্র? কিভাবে বাংলাদেশে প্রবশে করছে মাদক: সীমান্তবাসীরা জানায়,কোন কোন ক্ষেত্রে রাতে আঁধারে চুরি করে আসলেও বেশিরভাগ আসে বিএসএফের সহযোগিতায়। সুযোগ বুঝে দিনের বেলাতেও

আসছে এসব মাদক ও অস্ত্র। মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে ভারতীয় চোরাকারবারীরা কাঁটা তারের বেড়ার ওপর দিয়ে ফেলে দেয় এসব মাদক ও অস্ত্র। বাংলাদেশী চোরাচালানিরা কাঁটা তারের বেড়ার পাশ থেকে সেগুলো নিয়ে আসে। আর বড় ধরণের চোরাচালানের ক্ষেত্রে বিএসএফ গেট খুলে  দেয়। তবে সেটা রাতের বেলায়। মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফেরদৌস ওয়াহেদ বেল্টু জানান, সীমান্ত এলাকায় দু’দেশেরই মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায়। মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চোরাকারবারীরা। বিশেষ করে মাদক আর অস্ত্র চোরাচালানে বিএসএফও তাদের সহযোগিতা করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই বিজিবি ক্যাম্পের দুই ইনচার্জ এ বক্তব্যের সাথে একমত পোষণ করে জানান, বিএসএফের সহযোগিতা ছাড়া এত বিপুল পরিমাণে ফেন্ডিডিল, হেরোইন, গাঁজা, প্যাথেডিন, যৌন উত্তেজক ট্যাবলেট চোরাপথে আসা সম্ভব নয়। সীমান্তবাসীরা কি বলছে: সদর উপজেলার শালিকা, বুড়িপোতা, বাজিতপুর, ইছাখালি গ্রামের সচেতন মানুষেরা জানায়, মাদক ব্যবসায় প্রচুর লাভ। এক বোতল ফেন্সিডিল আনতে খরচ হয় এক থেকে দেড়শ টাকা। বিক্রি করছে তিন থেকে সাড়ে তিনশ টাকায়। একই ভাবে ২০ টাকার এক পুরিয়া হেরোইন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০

টাকায়, ১০ টাকার গাঁজার পুরিয়া বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। একশ টাকার এক বোতল মদ বিক্রি হচ্ছে আড়াই থেকে তিনশ টাকায়। যার কারণে অনেকেই মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে। মাদক পাচার করতে এলাকার শিক্ষিত বেকার যুবক, বিভিন্ন শ্রেণীর ছোট ছোট ব্যবসায়ীকে কাজে লাগাচ্ছে মাদক পাচারকারীরা।  তেলের কন্টেইনার, বাদাম বা লবণ বিক্রেতার ভাংড়ির ঝোলা, বাজার করা ব্যাগ, ঘাসের বোঝা, মোটরসাইকেলের সিটের নীচে করে গ্রাম থেকে শহরে পৌঁছিয়ে দিচ্ছে মাদক। বিনিময়ে মিলছে নগদ টাকা। নগদ টাকার লোভে পড়ে অনেকেই ছোট ছোট মাদক ব্যবসায়ী হয়ে উঠছে। এ সব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কেউ মুখ খোলে না। কারণ তাদের পিছনে রয়েছে ক্ষমতাসীন দলের নামধারী নেতা-কর্মীরা। আইন শৃক্সখলা রক্ষাকারী বাহিনীরা মাদক ব্যবসায়ীদের আটক করলেও দশ-পনের দিন

অথবা এক মাসের মধ্যেই আবারও জামিনে বেরিয়ে এসে একই কাজে লিপ্ত হয়। তাই অভিযোগ করেও লাভ নেই বলে জানিয়েছেন অনেকেই। শালিকা গ্রামের কিছু উদ্যোমী যুবক মাদক প্রতিরোধের চেষ্টা করতে গেলে নেতারা বলে তোমাদের ঝামেলাই জড়ানোর দরকার নেই। তোমাদের কাজ তোমরা কর, তাদের কাজ তারা করুক। এ কথা শুনে তারা আর এগিয়ে যাওয়ার সাহস পায়নি। র‌্যাব যা বলছে: গাংনী র‌্যাব-৬ ক্যাম্প কমান্ডার এএসপি কামরুল হাসান জানান, প্রায়ই মাদকের চালান, বোমা, অস্ত্র উদ্ধার করা হচ্ছে। আটক করা হচ্ছে এর সাথে

জড়িত অপরাধীদের। কিন্তু আইনের ফাঁক ফোকর দিয়ে খুব তাড়াতাড়ি তারা জামিনে বেরিয়ে এসে আবারও একই কাজে লিপ্ত হচ্ছে। সীমান্তবর্তী গ্রাম বুড়িপোতা: মেহেরপুর শহর থেকে ৫ কিলোমিটার পশ্চিমে সীমান্তবর্তী গ্রাম বুড়িপোতা। তিন কিলো রাস্তা পিচের হলেও দুই কিলোমিটার হ্যারিং বন্ড রাস্তা বেশ ভাঙাচোরা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ রাস্তা দিয়ে মোটর সাইকেলের আনাগোনা লক্ষ্য করা যায় খুব বেশি। বেশির ভাগ মোটরসাইকেলে তিন জন যাত্রী। দু’জন থাকে খুব কম। কোথায় যাচ্ছে, আর কী করছে তারা? এমন প্রশ্নের জবাবে এলাকাবাসীর উত্তর, সোনার ছেলেরা যাচ্ছে ফেন্সি খেতে। যুবলীগ, ছাত্রলীগ, ছাত্রদল, যুবদলের নেতা-কমী, চাকরিজীবী, ব্যবসায়ী, বখাটে যুবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছুটছে পঙ্গপালের মত। মঙ্গলবার বিকেলে বুড়িপোতা গ্রামের তিন রাস্তা’র মোড়ে বটতলার নিচে একটি চায়ের দোকানে এক ঘন্টা বসে দেখা গেল, কমপক্ষে ১৪ টি মোটর সাইকেল ঢুকলো গ্রামের মধ্যে। ৪/৫টি গাড়িতে দু’জন, আর সবগুলোতে তিনজন করে লোক। ঢোকার ১৫ থেকে ২০ মিনিট, সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যেই আবার শহরের দিকে ফিরে যাচ্ছে তারা। ফেরার পথ্যে প্রত্যেকের হাতে জ্বলছে সিগারেট। চায়ের দোকানে বসে থাকা গ্রামবাসীর কয়েকজন তাদেরকে দেখিয়ে পরিচয় দিচ্ছিলেন। কে কোন দলের বা দলের অংগ সংগঠণের নেতা-কর্মী, কে ব্যবসায়ী, কে চাকরিজীবী আর কে বখাটে যুবক। তারা বলছিলেন, খেয়াল করে দেখবেন, ফেরার পথে প্রত্যেকের হাতে সিগারেট জ্বলছে। কারণ ফেন্সিডিল খেলেই নেশা জমাতে সিগারেট খাবে তারা। এক সাথে দু’জন-তিনজন করে আসার অন্যতম কারণ হচ্ছে- ঝামেলা এড়াতে শক্তি অর্জন, আর এক বোতল ফেন্সিডিল বা মদ কিনে কিনে ভাগ করে খেলে খরচটা কম হয়। শুধু স্থানীয়রাই নয়, পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা থেকেও ছুটে যাচ্ছে সীমান্ত এলাকায়। তারা আরও বলেন, শুধুমাত্র বুড়িপোতা গ্রমেই নয়, বাজিতপুর, ইছাখালি, শালিকা, বারিবাকা গ্রামেও একই ভাবে মাদক সেবীরা ভিড় জমাই। গ্রামবাসীরা কিছু বলতে গেলেই শহরে গেলে দেখে নেয়ার হুমকি দেয়। যার কারণে কেউ তাদের কোন কথা বলে না। সীমান্ত রক্ষী বাহিনীদের ভূমিকা নিয়ে জানতে চাইলে তারা বলেন, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও লোকবল সংকটের কারণে যথাযথ ভুমিকা রাখতে পারছে না তারা। তার পরও মাদক ব্যবসায়ী, সেবনকারীদের প্রায়ই ধরে চালান দিচ্ছে। কিন্তু কিছুদিন পর আবারও জামিনে বেরিয়ে এসে একই কাজ করছে। ওই গ্রামে কতজন ব্যবসায়ী আছে বা কারা ব্যবসা করছে এমন প্রশ্নের জবাবে তারা বলেন, আটজন চিহ্নিত ব্যবসায়ী আছে যাদের সবাই চেনে। এদের একেক জন তিন-চারবার করে জেল খেটেছে। এরা হলো- বুড়িপোতা উত্তর পাড়ার সামসুল মোল্লার ছেলে মুরাদ, মৃত ইয়ার আলীর স্ত্রী আলতা, আলতার ছেলে অটোন, হিসাব আলীর ছেলে হায়াত আলী, নয়মুদ্দিনের ছেলে সিরাজ, হযরত শেখের মেয়ে খুশিলা, দক্ষিণ পাড়ার ইয়ার আলীর ছেলে তোরাব আলী, মৃত খোকন শেখের ছেলে হিয়াত আলী। আলতা তিনবার জেল খেটেছে। কিন্তু জামিনে বেরিয়ে এসে সেই একই কাজ করছে। খুশিলা দুই মাস জেল খেটে সম্প্রতি জামিনে বরিয়ে এসে আবারও ৫ জুলাই বিজিবির হাতে আটক হয়েছিল সাত বোতল ফেন্সিডিল সহ। কিভাবে সেবনকারীও একজন মাদক ব্যবসায়ী: মাদক সেবীরা এসব মাদক ব্যবসায়ীদের বাড়িতে, বিভিন্ন দোকানে, আবার পার্শ্ববর্তী আমবাগান, বাঁশবাগান, পাট ক্ষেত সহ বিভিন্ন স্থানে খেয়ে বোতলটি ফেলে চলে যায়। যাওয়ার সময কেউ কেউ দুই/তিন বা চার বোতল সাথে নিয়ে যায়। যা বেশি দামে বিক্রি করে নিজের খাবার টাকা যোগাড় করে নেয়। এভাবে সেবনকারীও একজন মাদক ব্যবসায়ী হয়ে উঠছে। বাজিতপুর বিজিবি ক্যাম্প ইনচার্জ যা বললেন: বাজিতপুর ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার আব্দুল খালেক বলেন, সকাল থেকে রাত ১০টা পর্যন্ত তার একজন সদস্যকে ক্যাম্পের সামনে দাঁড় করিয়ে রাখা হয়। অপরিচিত লোক দেখলেই তাদের জিজ্ঞাসাবাদ করে তার পরে গ্রামে প্রবেশের অনুমতি প্রদান করা হয়। আগে যেভাবে মাদকসেবীদের ভিড় হতো সেটা অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনি। তবে এদের পুরোপুরি নিয়ন্ত্রণ করতে হলে এলাকাবাসীর সচেতনতা ও সহযোগিতা দরকার। তিনি আরও বলেন, এখন ভারতের বেতাই বাজারে ঘরে ঘরে তৈরি হচ্ছে ফেন্সিডিল আর মদ। মোবাইল ফোনে যোগাযোগ রেখে কাঁটা তারের বেড়ার ওপর দিয়ে চুরি করে ফেলে দেয়। আর বাংলাদেশের মাদক ব্যবসায়ীরা সীমান্তের বিভিন্ন কৃষক অথবা নিজেরাই কৃষক সেজে সেগুলো নিয়ে আসে। পুলিশ সুপার যা বললেন: মেহেরপুর পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকি জানান, গত পাঁচ মাসে প্রায় ১১’শ থেকে ১২’শ জন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীকে আটক করা হয়েছে। তবুও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মাদক নিয়ন্ত্রণে জনপ্রতিনিধিদের ভূমিকা: মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে এলাকার বেশিরভাগ জন প্রতিনিধিদের ভূমিকা আশানুরচপ নয়। আর মোবাইল ফোনের মাধ্যমে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিস্তার ঘটছে আরও বেশি। বিশেষ করে অভিভাবকদের সচেতন হওয়া দরকার। তাদের সন্তানেরা কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মেলামেশা করছে সেটা খোঁজ রাখা দরকার।