বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সোনাপুরে মুক্তিযোদ্ধার বাড়ি থেকে কাফনের কাপড় ও বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

By মেহেরপুর নিউজ

May 25, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ মে: মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রামের লুৎফর রহমান নামের এক মুক্তিযোদ্ধার বাড়ির গেটের সামনে থেকে কাফনের কাপড় ও একটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে মেহেরপুর পিরোজপুর যৌথ বাহিনীর ক্যাস্প ইনচার্জ আল মামুন খবর পেয়ে সোনাপুর গ্রামের কাতর আলীর ছেলে লুৎফর রহমান ওরফে নাটুর বাড়ির গেটের সামনে  থেকে উদ্ধার করে  মেহেরপুর সদর থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায়  একটি জিডি হয়েছে। তাবে এস আই মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কাপনের কাপড় ও বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার হলেও আসলে সেটি বোমা নয়। পানিতে না ডোবার কারনে ওই বোমা সাদৃশ্য বস্তুটি খুলে তার মধ্য থেকে বালু ও খোয়া উদ্ধার করা হয়েছে। এদিকে এলাকাবাসী বলেছে, লুৎফর রহমান ওরফে নাটু এবছর পিরোজপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী। নির্বাচনকে সামনে রেখে তিনি এ ধরনের সাজানো নাটক করে থাকতে পারেন। তবে  ব্যাপারে লুৎফর রহমান ওরফে নাটু এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন।