বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সোহাগ ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প

By মেহেরপুর নিউজ

November 11, 2024

মেহেরপুর নিউজ:

মুজিবনগর রক্তদান সেবার আত্মপ্রকাশ উপলক্ষে মুজিবনগর রক্তদান সেবা, আমাদের জন্মভূমি মেহেরপুরের উদ্যোগ,মেহেরপুর সোহাগ ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মেহেরপুরের মুজিবনগরে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ডা. আল ইমরান জুয়েল নাক, কান, গলা রোগে আক্রান্ত রোগীদের প্রাথমিক চিকিৎসা দেন এবং তাদের মধ্যে ব্যবস্থাপত্র প্রদান করেন। এর আগে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।

ওয়াজেদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুজিবনগর থানার সেকেন্ড অফিসার আব্দুর রাজ্জাক, সোহাগ ডায়াগনস্টিক সেন্টারের এমডি মাহবুব জামান সোহাগ,সাংবাদিক মুন্সি ওমর ফারুক প্রিন্স,সাইফুল ইসলাম প্রমুখ।