বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে স্কুলে স্কুলে বই উৎসব

By মেহেরপুর নিউজ

January 01, 2017

মেহেরপুর নিউজ, ০১ জানুয়ারী: মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার মধ্যে দিয়ে বই উৎসবের সূচনা করা হয়েছে।

রবিবার দুপুর ১২ টার সময় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ উৎসবের সূচনা করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহাদেম চুন্নুর সভাপতিত্বে বই উৎসবে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা শুভাষ চন্দ্র গোলদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাসেল হোসেন প্রমুখ।

এর আগে সকালে মেহেরপুর সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যারয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। এসময় জেলা শিক্ষা কর্মকর্তা শুভাষ চন্দ্র গোলদার, সরকারী বালিকা উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক আবুল হামিদ, সিনিযর সহকারী শিক্ষক কাজী আনিছুজ্জামান, শরিফুল ইসলামসহ শিক্ষক শিক্ষর্থীরা উপস্থিত ছিলেন। বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিৎ কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মুভাষ চন্দ্র গোলদার। অন্যদের মধ্যে সিনিয়র শিক্ষক মোজাম্মেল হক, আব্দুর রাজ্জাকসহ শিক্ষক ও শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রতিটা বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে হয়েছে।

গোভীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার গোভাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই প্রদান করার মধ্যে দিয়ে প্রাথমিক স্কুলে বই উৎসবের সূচনা করা হয়েছে।

রবিবার সকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।

গোভীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিমিসি’র সভাপতি আলী কদও মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম তৌফিকুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিন, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওলিয়ার রহমান, ফিরোজুল ইসলাম, আসাফউদৌল্লা, জয়নাল আবেদীন, মনিরুজ্জামান, রুহুল আমিন, সাজেদুল ইসলামসহ শিক্ষক ও শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।

বিএম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর শহরের বিএম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই প্রদান করা হয়েছে।

রবিবার সকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম তৌফিকুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিন। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবুল কাশেম।

দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা মেহেরপুর শহরের দারুল উলুম আহমদিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বই প্রদান করা হয়েছে।

রবিবার সকালে মাদ্রাসার অধ্যক্ষ আনছার উদ্দিন বেলালীর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর।

বক্তব্য রাখেন প্রভাষক খাইরুল আলম, হজরত আলী, গোলাম মোস্তফা।

ফ্রেন্ডস ফাউন্ডেশন মডেল একাডেমী মেহেরপুর ফ্রেন্ডস ফাউন্ডেশন মডেল একাডেমীর শিক্ষার্থীদের মাঝে নতুন বই প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে একাডেমীর অধ্যক্ষ মজিবুর রহমানের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী। অন্যদের মধ্যে সহকারী শিক্ষক সোহরোওয়র্দী সেখানে উপস্থিত ছিলেন।

 

 

প্রাক প্রাথমিক বিদ্যালয় মেহেরপুর ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান।

গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ২০১৭ সালের প্রথম দিনে স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই প্রদান করা হয়েছে।

রবিবার সকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।

বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা শুভাষ চন্দ্র গোলদার।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শানজিদা আক্তার, সহকারী শিক্ষক রুহুল আমিন, জয়নাল আবেদীন, মনিরুজ্জামান, সাজেদুল ইসলাম, এহতেসামুল হক, আল মামুন, আব্দুল আজিজ, কামরুল ইসলাম ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আমঝুপি বালক ও বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বালক ও বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে স্কুলের শিক্ষাথৃীদেও মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে বিদ্যারয় স্ব স্ব প্রাঙ্গনে আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। এসময় মুক্তিযোদ্ধা মতিযার রহমান, আমঝুপি বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা পারভিনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।