খেলাধুলা

মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ২য় রাউন্ডের ৩য় খেলাটি শেষ পর্যন্ত পন্ড

By মেহেরপুর নিউজ

August 10, 2018

মেহেরপুর নিউজ, ১০ আগষ্ট : মেহেরপুর জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের উদ্যোগে সাইফ পাওয়ার টেক এর পৃষ্ট পোষকতায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ২য় রাউন্ডের ৩য় খেলাটি শেষ পর্যন্ত পন্ড হয়ে গেছে।

গতকাল শুক্রবার অনুষ্ঠিত খেলায় বিজয়ীদল শিরোপার দ্বার প্রান্তে পৌছে যাবে এমন সমিকরণে খেলতে নামে মেহেরপুর এফসিবি এবং গোভীপুর ভৈরব ক্লাব। খেলার শুরু থেকে আক্রমন এবং পাল্টা আক্রমনের মধ্যে খেলতে থাকে। খেলার প্রথমার্দ্ধে এফসিবি’র সোহাগ গোল রক্ষকে একা পেয়েও বল বাইরে মারেন। এর ৩ মিনিট পর দলের মোহনও গোল রক্ষককে একা পেয়ে শেষ পর্যন্ত কিক নিলে তা বারে লেগে ফেরত আসে। প্রথামার্দ্ধের শেষ দিকে ভৈরব ক্লাবের শান্তির কিক অল্পের জন্য লক্ষ্য ভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্দ্ধেও উভয় দলই গোল মিসের মহড়া শুরু করে। এক পর্যায়ে এফসিবি’র অভিজিৎ ৩ খেলোয়াড় মিলন, মনা এবং সোহাগকে বসিয়ে দিয়ে সেলিম, সোহাগ ও রিপনকে এবং ভৈরব ক্লাব খুশি এবং জুলহাসকে বসিয়ে হুসাইন ও রিপনকে মাঠে নামানোর পর উভয় দলই আক্রমনাত্বিক খেলতে থাকে। খেলা শেষ হওয়ার মিনিট তিনেক আগে এফসিবি’র মোহন গোল রক্ষকে একা পেয়ে ডিবক্সের খুব কাছে থেকে কিক নিলে বল অবশ্য জালে জড়িয়ে যায়। রেফারী একে আজাদ টিটু গোলের বাঁশি বাজায়। এসময় এফসিবি’র খেলোয়াড়রা উল্লাস প্রকাশ করলেও বলটি ছেঁড়া জালের মধ্য দিয়ে বাইরে থেকে জালে প্রবেশ করেছে মর্মে গোল বাতিলের দাবী জানায়। এসময় উভয় দলের দর্শকরা মাঠে প্রবেশ করে। রেফারী সহ কর্মকর্তারা কোন সিধান্ত দিতে না পারাই শেষ পর্যন্ত খেলাটি পন্ড হয়ে যায়। পরর্তীতে বিষয়টি নিয়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।