আইন-আদালত

মেহেরপুর স্ত্রী নির্যাতন মামলায় স্বামীর ২ বছর জেল

By মেহেরপুর নিউজ

March 27, 2016

মেহেরপুর নিউজ, ২৭ মার্চ: মেহেরপুর স্ত্রী নির্যাতন মামলায় সুজন আলী নামের এক  ব্যাক্তির ২ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে  ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের জেল দেয়া হয়েছে। রবিবার বিকালে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: রবিউল হাসান এ আদেশ দেন। দন্ডিত সুজন আলী সদরের ঝাউবাড়িয়া গ্রামের ভদ্দর আলীর ছেলে। মামলার এজাহারে জানা গেছে, ঝাউবাড়িয়া গ্রামের সুজন আলী তার শ্বশুরের কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করে। সেই টাকা না পেয়ে তার স্ত্রী সালমার উপর প্রায়ই নির্যাতন করত। এ ঘটনায় সহ্য করতে না পেরে ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর মেহেরপুর নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামী পক্ষে সিরাজুল ইসলাম আইনজীবীর দায়িত্ব পালন করেন।