বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর হবে সুইজারল্যান্ড শহর— জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

By মেহেরপুর নিউজ

August 01, 2019

জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, মেহেরপুর হবে সুইজারল্যান্ড শহর।

এখানে থাকবেনা কোন চাঁদাবাজী, থাকবেনা কোন মাদকের ব্যবহার। প্রতিমন্ত্রী আরো বলেন প্রথম রাজধানী এই মেহেরপুর হবে সব সুযোগ সুবিধার কেন্দ্রস্থল।

জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বৃহস্পতিবার সকালে মেহেরপুর কাজী নজরুল শিক্ষা মঞ্জিলে ৪ তলা বিশিষ্ট ফজিলাতুন নেছা একাডেমিক ভবনের ভিক্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এজেডএম মারুফু জোহা গোরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম, শিক্ষা অফিসার শাহিন আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, শিক্ষা প্রকৌশলী আ ক ম মারুফ আল ফারুকি।

বক্তব্য রাখেন কাজী নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সাজিদা ইসলাম। পরে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা একাডেমিক ভবনের ভিক্তিপ্রস্তর স্থাপন ও মোনাজাত করেন। এই ভবন নির্মানে ব্যায় ধরা হয়েছে ২ কোটি ৮৮ লক্ষ টাকা। এসময় প্রতিমন্ত্রী কাজী নজরুল শিক্ষা মঞ্জিলের সততা ষ্টোরের উদ্বোধন করেন।

 

# নিজস্ব প্রতিনিধি #