মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ জানুয়ারী:
মেহেরপুর মেটার্নিটি হাসপাতালে দূর্ণীতি,অবৈধ কোচিং বানিজ্য,সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষন বন্ধ এবং ধর্ষকদের বিচারের দাবীতে মানব বন্ধন করেছে মৃত্তিকাগ্রুপ থিয়েটার ও মেহেরপুর উন্নয়ন ফোরাম।
আজ মঙ্গলবার সকাল ১১টায় মেহেরপুর মা ও শিশু কল্যান কেন্দ্রের (মেটার্নিটি হাসপাতাল) সামনের সড়কে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন সুশীল সুশীল সমাজের প্রতিনিধ নাসির উদ্দিন,মৃত্তিকা গ্রপ থিয়েটারের সভাপতি মানিক হোসেন,মেহেরপুর উন্নয়ন ফোরোমর সভাপতি আতাউর রহমানসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন,অবিলম্বে আমাদের দাবী না মানা হলে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে। মানবন্ধনে দু’ সংগঠনের শতাধীক নারী পুরুষ অংশগ্রহহনকরেন।