আইন-আদালত

মেহেরপুর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতে ৪ দালালের জরিমানা

By মেহেরপুর নিউজ

January 06, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৪ জন দালালকে আটক করেছে মেহেরপুর ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে হাসপাতাল চত্বর থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের তাদের জরিমানা করেন।

ডিবি পুলিশ সূত্রে জানাযায়, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র ওসি জুলফিকার আলীর নেতৃত্বে ডিবির ইন্সপেক্টর তরিকুল ইসলাম, এসআই অজয় কুমার কুন্ডু সহ ডিবির সদস্যরা মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালান। এসময় মেহেরপুর শহরের চক্কর মারার গোলাম রসুলের ছেলে সানোয়ার হোসেন, দিঘীরপাড় আব্দুল হোসেনের ছেলে সোহাগ হোসেন, গোভিপুরের এনামুল হকের ছেলে সাব্বির হোসেন এবং উজুলপুর গ্রামের জসিমের স্ত্রী মেরিনাকে আটক করেন।

পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সানোয়ার হোসেনের নিকট থেকে ৫০০ টাকা, সোহাগ ও সাব্বির এর নিকট থেকে ১ হাজার টাকা করে এবং মেরিনার কাছ থেকে ৫ শ টাকা জরিমানা আদায় করা হয়।