মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলার হিজুলী সড়কে মোটর সাইকেল ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে সলিম খা ও মিরাজুল ইসলাম নামের ২ মাদ্রাসা শিক্ষক আহত হয়েছে তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে ।
জানা গেছে, ঘটনার সময় হিজুলী মনোয়ারা মাদ্রাসার শিক্ষক কুষ্টিয়ার কোমার খালির নিজাম উদ্দিনের ছেলে ছলিম খাঁ ও মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের জহিরুল ইসলামের ছেলে মিরাজুল মাদ্রাসা থেকে মোটর সাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথি মধ্যে হিজুলীগামি একটি আলগামন মোটরসাইকেলকে ধাক্কা দেয় এ সময় মোটরসাইকেল চালক ও আরোহী রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হয়। তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।