শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর হিন্দ্র সম্প্রদায়ের শ্যামা পূজা পালিত

By মেহেরপুর নিউজ

November 02, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ নভেম্বর: অপশক্তিকে দূর করে শুভ শক্তির আগমনী  বার্তায় মেহেরপুরের হিন্দু সম্প্রদায় শ্যামাপূজা (দীপাবলি) পালন করেছে। আজ শনিবার সন্ধ্যায় মেহেরপুর শহরের শ্রীশ্রী স্বিদ্বেশ্বরী কালি মন্দির ,নায়েব বাড়ি মন্দির,হালদারপাড়া বকুল তলা মন্দির,মালোপাড়া মন্দির,শ্রীশ্রী হরিভক্তি প্রদায়িনী পূজা মন্দিরসহ জেলার ৩৪ টি পূজা মন্দিরে এক যোগে শ্যামাপূজা শুরু হয়। এ উপলক্ষে আজ রাতে মন্দির গুলোতে পূজা অর্চনা ও প্রসাদ বিতরন করা হয়।

এদিকে শ্যামা পূজা উপলক্ষে হিন্দু ধর্মাম্বলীরা তাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে মোমবাতি জ্বালিয়ে আলোক সজ্জা করে। এদিকে শ্যামাপূজা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী ছুটি ছিলো। মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদরে সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ জানান,শুভ শক্তির আগমনী  বার্তায় দূর হবে সকল অপশক্তি এ মন্ত্রে আমরা শ্যামাপূজা পালন করছি। আগামী কাল রোববার বিকালে পূজা বিসর্জনের মধ্য দিয়ে শ্যামা পূজার সমাপ্তি ঘটবে বলে তিনি জানান।