শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর হোমিও প্যাথিক প্যারা মেডিকেল পরীক্ষায় নকলের মহোৎসব

By মেহেরপুর নিউজ

July 31, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ জুলাই: নকলের মহোৎসবের মধ্য দিয়ে মেহেরপুর হোমিও প্যাথিক প্যারা মেডিকেল কলেজের পরীক্ষা সম্পন্ন হয়েছে।  শনিবার মেহেরপুর শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টি নন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হোমিও প্যাথিক প্যারা মেডিকেল পরীক্ষায় ৪০ জন পরীক্ষার্থীর সকলেই বই খুলে পরীক্ষায় অংশ গ্রহণ করেন। কক্ষ পরিদর্শকরা চেয়ারে বসে কেবল গল্প করছেন। যুবক-যুবতী থেকে শুরু করে ৭০ বছরের বৃদ্ধ পর্যন্ত সব বয়সের লোককে হোমিও ডাক্তার হওয়ার লক্ষে বই খুলে পরীক্ষা দিতে দেখা গেছে। বর্তমান সরকার নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহন করে ব্যাপক প্রশংসিত হলেও মেহেরপুরের হোমিও কলেজে নকলের মহোৎসব দেখে যে  কারোই মনে হতে পারে এরা কেমন ডাক্তার হবেন।