খেলাধুলা

মেহেরপুর হ্যান্ডবল টুর্নামেন্টে বামনপাড়া এবং জোড়পুকুরিয়া ফাইনালে

By মেহেরপুর নিউজ

February 02, 2022

মেহেরপুর নিউজ:

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত মেহেরপুর জেলা ক্রীড়া অফিস হ্যান্ডবল টুর্নামেন্টে সদর উপজেলার বামনপাড়া বটতলা একাদশ এবং জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

বুধবার অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় বামনপাড়া বটতলা একাদশ আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় এবং জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া ফাহাদ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। দিনের প্রথম খেলায় বামনপাড়া বটতলা একাদশ ১২-২ গোলে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।

খেলায় বিজয় দলের পক্ষে শিশির ৫টি, শাহিন ৩টি, উজ্জ্বল ২টি, অমল ও ইমতিয়াজ ১টি করে গোল করেন। এদিকে একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর সেমিফাইনাল খেলায় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ৮-২ গোলে ফাহাদ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে রোকন ৫টি, শান্ত, সৌরভ ও ইমন একটি করে গোল করেন। ফাহাদ স্পোটিং ক্লাবের পক্ষে সোহাগ ২টি গোল করেন।