মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ ফেব্রুয়ারী: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১ম বিভাগ ক্রিকেট লীগের আজকের খেলায় মেহেরপুর যুব স্পোর্টিং ক্লাব ৭ উইকেটে জয়লাভ করেছে। বিজয়ী দলের সাগর ৫৬ রান এবং ১ উইকেট সংগ্রহ করায় তাকে ম্যান অবদি ম্যাচ নির্বাচিত করা হয়। আজ মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেট লীগের ১ম রাউন্ডের খেলায় প্রথমার্ধে ব্যাট করতে নামে রাজনগর শাপলা ক্লাব। তারা ২৯ ওভার ২ বল খেলে সব কয়টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৯ রান। দলের পক্ষে সবোর্চচ ৬১ রান সংগ্রহ করে রাজা। জবাবে,মেহেরপুর যুব স্পোর্টিং ক্লাব ১৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৫ ওভার ১ বল খেলে ৩ উইকেট হাতে থাকতে জয়ের লক্ষে পৌছে যায়। তারা সংগ্রহ করে ৭ উইকেটে ১৬১ রান। দলের পক্ষে সবোর্চ্চ ৪ উইকেট সংগ্রহ করে রুবেল।