বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর-১ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ

By Meherpur News

January 22, 2026

মেহেরপুর নিউজঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী তাজউদ্দিন খান গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার বিকেলে নির্বাচনকে সামনে রেখে তিনি বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন।

গণসংযোগকালে তাজউদ্দিন খান বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, নায়েবে আমির মাহবুবুল আলম, আল-আমিন হোসেন, আব্দুর রউফ মুকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।