শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর ৩ দিন ব্যাপি মার্কিং স্কিম প্রশিক্ষন সমাপ্ত

By মেহেরপুর নিউজ

May 06, 2015

মেহেরপুর নিউজ,০৬ মে: মেহেরপুর সদর উপজেলা রিসোর্স সেন্টারের উদ্যোগে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে লক্ষ ও উদ্দেশ্য বাস্তবায়নে  সদর উপজেলা রিসোর্স সেন্টারে ৩ দিন ব্যাপি যোগ্যতা ভিত্তিক অভীক্ষাপদ প্রণয়ন, প্রয়োগ ও মূল্যায়ন বিষয়ক (মার্কিং স্কিম) প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৫টার দকিে সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্টাক্টর মফিজুর রহমান। প্রশিক্ষক হিসাবে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার ওলিউর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নুরুল গনি, আবু লায়েছ লাবলু, মহিদুল ইসলাম, আশরাফ আলি ও নার্গিস পারভিন। প্রশিক্ষনে ৩০ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহন করেন।