ইতিহাস ও ঐতিহ্য

মেহেরপুর ৩ দিন ব্যাপি শ্রী শ্রী বলরাম হাড়ির বার্ষিক মহোৎসব শুরু

By মেহেরপুর নিউজ

March 31, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১এপ্রিল: মেহেরপুর শ্রী শ্রী বলরাম হাড়ির আশ্রম ধামের উদ্যোগে  বৃহস্পতিবার বলরাম হাড়ির আশ্রমে ৩ দিন ব্যাপি শ্রী শ্রী বলরাম হাড়ির বার্ষিক মহোৎসব শুরু হয়েছে।

প্রবাদ আছে, মেহেরপুর শহরের মলি­কপাড়ায় (তৎকালীন সময়ে) পশ্চিম বাংলার বিখ্যাত অভিনেতা রঞ্জিত মলি­কদের বাড়িতে অলৌকিক শক্তির অধিকারী বলরাম হাড়ি চাকর হিসেবে কর্মরত থাকা অবস্থায় বাড়ির লোক জন চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। সে থেকে বলরাম হাড়ি একেক সময় একেক এলাকায় ভিন্ন চেহারায় দেখা যেত। পরবর্তী সময় তার অলৌকিক শক্তি সম্পর্কে মানুষ জ্ঞাত হয়। সেই থেকে মেহেরপুর মালোপাড়ায় অবস্থিত বলরাম হাড়ির সমাধী মঠে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরই আলোকে গতকাল প্রথম দিনে চিড়া-দই মহোৎসব, বলরামের জীবনী ও গুন কীর্তন নিয়ে আলোচনা করা হয়। বলরাম হাড়ি আশ্রম কমিটির সভাপতি রহিত হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক অনন্ত কুমার দাস। এদিকে ৩ দিনের মহোৎসবে যোগ দিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তার ভক্তরা আশ্রমে জড় হয়েছেন।