রাজনীতি

মেহেরেপুরে ১৮ দলীয় জোটের হরতাল চলছে

By মেহেরপুর নিউজ

May 08, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ মে : হেফাজতে ইসলামের ওপর হামলা ও বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও সরকারের পদত্যাগের দাবিতে ১৮ দলীয় জোটের হরতাল মেহেরপুর জেলার ৩ উপজেলায় চলছে ।

আজ বুধবার সকাল ছ’টায় শুরু হওয়া এ হরতাল সন্ধ্যা ছ’টা পর্যন্ত একটানা চলার পর ১২ ঘণ্টা বিরতি দিয়ে ফের বৃহস্পতিবার সকাল ছ’টা সন্ধ্যা ছ’টা পর্যন্ত চলবে।

হরতালের কারণে মেহেরপুর থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে আভ্যন্তরিণ রুটে যান চলাচল। কাঁচামাল বহনকারী ট্রাক গুলো ছাড়েনি। তবে রিকসা, ভ্যান, ইজিবাইক, নছিমন ,করিমন সহ

ব্যক্তিগত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত হরতালের কারণে শহরে কোন মিছিল-মিটিং কিংবা পিকেটিং এর কোন সংবাদ পাওয়া যায়নি।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জানান,হরতালে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে।

উল্রেখ্য, হেফাজতে ইসলামের ওপর হামলা ও বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও সরকারের পদত্যাগের দাবিতেসোমবার রাতে এ হরতাল ডাকে ১৮ দল। এ হরতালে সমর্থন দেয় হেফাজতে ইসলাম।