রাজনীতি

মেহেরেপুর জেলা বিএনপির উদ্যেগে বিজয় র‌্যালী অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 17, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ ডিসেম্বর:

শুক্রবার স্বাধীনতার ৪০ বছর উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপি শহরে বিজয় র‌্যালি বের করে। র‌্যালীর নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুন। স্বদেশ স্বাধীনতার বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে বিজয় র‌্যালী শেষ হয়।

বিজয় র‌্যালীতে অংশ গ্রহণ করেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মারুফ আহমেদ বিজন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপি’র যুগ্ম সস্পাদক এম এ কে খাইরুল বাশার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ রুমা, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শহিদুল আলম, মুজিবনগর উপজেলা বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আব্দুর রহিম, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কামরুল হাসান, কোষাধ্যক্ষ আরজুল্লাহ রহমান বাবলু মাষ্টারসহ বিএনপি ও এর অংঙ্গ সংগঠন সমুহের শ’ শ’ নেতাকর্মী। র‌্যালী পুর্ব সমাবেশে মাসুদ অরুন বলেন, আবারও মুক্তিযুদ্ধের চেতনায় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরো বলেন, গনতন্ত্র, বাকস্বাধীনতা ও জীবন জীবিকার অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে শহীদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বিজয় র‌্যালি শুক্রবার মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের উদ্যোগে বিজয়ের ৪০ বছর উদযাপন উপলক্ষে মেহেরপুর শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন ও র‌্যালির আয়োজন করা হয়। এদিন সকালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক অ্যাড. মারুফ আহমেদ বিজনের নেতৃত্বে মেহেরপুর শহীদ বেদীতে পুষ্পমাল্য প্রদান করা হয়।  এ সময় র‌্যালি ও পুষ্পমাল্য প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সাধারন সম্পাদক অ্যাড. কামর“ল হাসান, সাবেক সাধারন সম্পাদক আসাদুল আযম খোকন, নবনির্বাচিত সহ-সভাপতি অ্যাড. আফরোজা বেগম ফাতেমা, যুগ্ম সম্পাদক অ্যাড. জিল­ুর রহমান, সিনিয়র অ্যাড. আদিল করিম, অ্যাড. সিরাজউদ্দিন, অ্যাড. আব্দুল মান্নান, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. নজরুল ইসলাম. অ্যাড. সাইদুর রাজ্জাক প্রমুখ।