মেহেরপুর নিউজ, ১২ এপ্রিল: আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠেয় মেহেরপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থীদের জনতার মুখোমুখি অনুষ্ঠান আয়োজন করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা সু-শাসনের জন্য নাগরিক সুজনের জেলা শাখার সাধারণ সম্পাদক শামীম জাহাঙ্গীর সেন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মীর রওশন আলী মনা, সাংবাদিক তোজাম্মেল আজম, মাহাবুব চান্দু, হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী হেলাল উদ্দিন, সুজনের সদস্য শামিমুল ইসলাম, নুরুল আহামে, মাহাবুবুল হক মন্টু, শাফিনাজ আরা ইরানী, ইমদাদুল হক, সিরাজ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানটি আগামী ২০ অথবা ২১ এপ্রিল বিকালে শহীদ সামছুজোহা পার্কে অনুষ্ঠিত হবে।
পরে শামীম জাহাঙ্গীর সেন্টুকে আহবায়ক করে ৭ সদস্যর উপ-কমিটি গঠন করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন, সাইদুর রহমান, নুরুল ইসলাম, মীর রওশন আলী মনা, তোজাম্মেল আজম, মাহাবুব চান্দু ও শাফিনাজ আরা ইরানী।