বর্তমান পরিপ্রেক্ষিত

মেয়ের আত্মহত্যায় প্ররোচনা কারীদের বিচারের দাবিতে বাবার সংবাদ সম্মেলন

By মেহেরপুর নিউজ

March 05, 2017

মেহেরপুর নিউজ,০৫ মার্চ:

মেহেরপুরে মেয়ে হত্যার সুষ্ঠ বিচার না পাওয়ার আশংকা করে চার্জশিট থেকে আসামীদের বাদ দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন করেছেন জুয়েল রানা ওরফে ঝন্টু শাহ নামের এক অসহায় পিতা। রবিবার বিকালে মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অশ্রচসিক্ত অবস্থায় তিনি এ অীভযোগ করেন। জুয়েল রানা বলেন, আমার মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা ও নির্যাতনকারীরা পুলিশের সামনে দিয়ে চলাফেরা করে। আমাদের চোখের সামনে চলাফেরা করছে। তবুও পুলিশ তাদের আটক করছে না। মামলার তদন্ত কর্মকর্তা মামলা থেখে তিন জনের নাম বাদ দিয়ে মামলাটি দুর্বল করার চেষ্টা চলছে। অথচ ওরা সকলেই আমার মেয়ের উপর নির্যাতন করেছে। তিনি বলেন, আমি আদালতে চার্জশিটের বিরুদ্ধে নারাজি দিয়েছে। আমি আপনাদের (সাংবাদিকদের) সহযোগীতা চাই। এছাড়া আমার কিছু নাই। আমার মেয়ে হত্যার বিচার না হওয়া পর্যন্ত যা কিছু করা লাগে আমি তাই করবো। শেষ পর্যন্ত যদি বিচার না পাই। মেয়ের মত আমি নিজেও আত্মহত্যা করে মেয়ের পথ ধরব। সংবাদ সম্মেলনে জুয়েল রানার স্ত্রী পারুল খাতুন উপস্থিত ছিলেন। তিনিও তার মেয়ের হত্যাকারীদের বিচার চান। মামলার বিবরণে জানা গেছে, জুয়ে রানা  পেশায় একজন ধোপা ঠিকাদার। মেহেরপুর ও গাংনী হাসপাতালে ধোপার ঠিকাদারী করেন।তার কলেজ পড়ুয়া মেয়ে ফাতেমা জান্নাত ঝিলিকের সাথে তাদের অজান্তে পাশের বাড়ির মাহফুজুর রহমান নিলয় মোবাইলে কথা বলতো। গত বছরের ৮ অক্টোবর সকালে ঝিলিক নিলয়ের সাথে মোবাইলে কথা বলতে গেলে বিষয়টি নিলয়ের পরিবারের লোকজন জানতে পারে। তখন নিলয়ের ফুপু নাসরিন আক্তার হিরা, তার মা আসমা আকতার তুতি, বাবা দবির উদ্দিন ও নিলয়ের বাবা মাসুদ রানাকে নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে আমাদের কাউকে কিছু না বলে আমার মেয়েকে ধুপা, সুইপারের মেয়ে বলে গালিগালাজ করে চড় থাপ্পড় মেরে চলে যায়। ওই অপমান সহ্য করতে না পেরে পরদিন সন্ধ্যায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার করার আগে সে একটি চিরকুট লিখে রাখে তাতে লেখা ছিল- ১আমি হিরার ঐ একাটা চড় সহ্য করতে পারলাম না, আমার মা-আব্বুজিকে আমি ছোট করতে চাইনি’ । এ ঘটনার পরদিন ঝিলিকের পিতা জুয়েল রানা বাদি হয়ে মেহেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নিলয়ের ফুপু নাসরিন আক্তার হিরাকে ১ নম্বরসহ পাঁচজনকে আসামি করা হয়। বাকি আসামিরা হলেন: মাহুফুজুর রহমান নিলয়, তার দাদি আসমা আকতার তুতি, দাদা দবির উদ্দিন ও বাবা মাসুদ রানা। মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেরপুর সদর থানার এস আই আন নুর জায়েত প্রাথমিক তদন্ত শেষ করে নাসরিন আকতার হিরা এবং মাহফুজুর রহমান নিলয়কে অভিযুক্ত করে বাকি আসামীদের অভিযোগপত্র থেকে বাদ দিয়ে আদালতে দাখিল করেন।