টপ নিউজ

মোটর সাইকেল কিনতে লাগবে ড্রাইভিং লাইসেন্স

By মেহেরপুর নিউজ

August 28, 2019

নিজস্ব প্রতিনিধি : মোটর সাইকেল কিনতে লাগবে নুন্নতম শিক্ষানুবেশ ড্রাইভিং লাইসেন্স। আগামী ১ সোপ্ট¤^র থেকে নুন্নতম শিক্ষানুবেশ ড্রাইভিং লাইসেন্স না থাকলে তার নিকট মোটর সাইকেল বিক্রি করা যাবে না।

বুধবার সকালে মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলী সরকারী এ সিধান্তের কথা মোটর সাইকেল বিক্রিয়কারী ডিলারদের জানিয়ে দেন।

পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে পুলিশ সুপার এসএম মুরাদ আলীর সভাপতিত্বে মোটর সাইকেল ডিলার, বিআরটিএ কর্মকর্তাদের সাথে সভায় তিনি সরকারী নিদের্শনা জানিয়ে দেন।

এসময় সেখানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সদর থানা ওসি শাহ দারা, টিআই ইসলাইল হোসেন, বিআরটিএর এর সহকারী পরিচালক আতিয়ার রহমান, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আঃ হান্নান, সম্পাদক জাহিদ ইকবাল লিমন, ব্যবসায়ী সিল্টু প্রমুখ।