বর্তমান পরিপ্রেক্ষিত

মোনাখালি ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ

By মেহেরপুর নিউজ

March 07, 2017

মেহেরপুর নিউজ,০৭ মার্চ: মুজিবনগর উপজেলার মোনাখালি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ে  বেঞ্চ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বেঞ্চ বিতরণ অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন। বক্তব্য রাখেন ইউপি সদস্য দুল্লুপ হোসেন, রেজাউল ইসলাম, সিরাজুল ইসলাম, জহির উদ্দিন, সচিব রাশিদুল হক প্রমুখ। এসময় ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ে মোট ৬০ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়।