টপ নিউজ

মোনাখালীতে কাল বৈশাখী ঝড়ে গাড়লের মৃত্যেু প্রায় ১৭ লাখ টাকার ক্ষতি

By মেহেরপুর নিউজ

May 01, 2022

মুজিবনগর প্রতিনিধি:

মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালীতে কাল বৈশাখী ঝড়ের কবলে ঘর ভেঙে ৭০-৭৫টি গাড়লের মৃত্যু হয়েছে। এতে উদোক্তার প্রায় ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ভেড়া মালিকের অনুপস্থিতিতে রাখালের অবহেলার কারণে এ ক্ষতি হয়েছে বলে মনে করছেন স্থানীয় অনেকে। মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান জানান- মোনাখালী গ্রামের দক্ষিণপাড়ার অ্যাডভোকেট মোখলেছুর রহমান লাভের আশায় ভৈরব নদের ধারে গাড়লের খামার করেন। তার খামারে ১শত ২০টি গাড়ল ছিল। খামার মালিক অ্যাডভোকেট মোখলেছুর রহমান মেহেরপুর জেলা জজ আদালতে আইন ব্যবসা করেন বিধায় মেহেরপুরের বাসায় বসবাস করেন। তার খামার পাহারা দেওযা ও গাড়ল চরানোর জন্য ইয়ারুল ইসলাম ও আসাদুল ইসলাম নামের দুই জন রাখান আছে।

কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে গাড়লের ঘর ঝড়ে গাড়ল রাখার ফরাস (পাটাতন) কাত হয়ে যায়। এতে ১২০ টি গাড়ল একে অপরের উপর চাপা পড়ে এবং রাতের মধ্যে ৭০টির ও বেশি গাড়ল মারা যায়। প্রতিটি গাড়লের বাজার মূল্য প্রায় ২০ থেকে ২৫ হজার টাকা। মারা যাওয়া গাড়লগুলোর আনুমানিক মূল্য ১৭ লাখ টাকা।