অন্যান্য

মোনাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ পরিষদের সদস্যদের

By মেহেরপুর নিউজ

December 14, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ ডিসেম্বর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলামের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দূর্ণীতির অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন।

রোববার দুপুরে ইউনিয়ন পরিষদের ৯ ওয়ার্ড সদস্য ও ৩ নারী সদস্য জেলা প্রশাসকের কাছে তাদের লিখিত অভিযোগ জানান। একই সাথে অভিযোগের অনুলিপি তারা মেহেরপুর -১ আসনের সংসদ সদস্য,জেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকতার কাছেও দিয়েছেন। লিখিত অভিযোগে তারা ৯টি অভিযোগ উথাপিত করেন। অভিযোগ গুলো হচ্ছে: ১৯ মাস যাবৎ ইউপি সদস্যদের সম্মানী বন্ধ রাখা আছে, মাসিক কোনো সভাতে চেয়ারম্যান স্বশরীরে উপস্থিত থাকেন না, এলজিএসপি’র কোনো কাজই বিধি মোতাবেক সম্পন্ন হয়নি এবং নিজের ইচ্ছামত পিআইসরি নাম টাকা উত্তোলন করেন, প্রত্যোক সদস্যদের স্বাক্ষর জাল করে নিজের কর্মকান্ড পরিচালনা করেন, এডিপি/কাবিখা বা বিভিন্ন প্রকল্পের বিষয়ে সদস্যদের কিছু জানানো হয় না এবং এ বিষয়ে কিছু জানতে চাওয়া হলে সদস্যদের হুমকি প্রদান করেন, সরকারী বরাদ্দের সকল কম্বল নিজের ইটভাটার শ্রমিকদের মাঝে বিতরণ করেছেন, দুম্বার মাংশ সহ বিভিন্ন অনুদান নিজের ইচ্ছামত বিতরণ করেন, সম্প্রতি বরাদ্দপ্রাপ্ত ৪০ দিনের কর্মসূচীর কোনো তথ্য সদস্যদের জানানো হয়নি এবং রাস্তা-ঘাট নির্মানের ক্ষেত্রে অগ্রাধীকারভিত্তিতে বরাদ্দ না দিয়ে নিজের ইচ্ছামত বরাদ্দ দেন ও নিজের ইটভাটার নিম্ম মানের ইট দিয়ে কাজ শেষ করেন। অভিযোগে তার জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কতৃপক্ষকে তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ফিরে আনার আবেদন জানান।