বর্তমান পরিপ্রেক্ষিত

মোনাখালী ফুটবল টুর্নামেন্টে ঝাউবাড়িয়া সত্য সন্ধ ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

August 10, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী যুব সম্প্রদায়ের উদ্যোগে মোনাখালী ফুটবল টুর্নামেন্টে ঝাউবাড়িয়া সত্য সন্ধ ক্লাব জয়লাভ করেছে। বৃহস্পতিবার বিকালে মোনাখালী মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের ৮ম খেলায় ঝাউবাড়িয়া সত্য সন্ধ ক্লাব ১-০ গোলে এম বি কে ফুটবল একাদশকে পরাজিত করে । খেলায় বিজয়ী দলের শাকিল জয়সূচক গোলটি করেন।খেলায় বিজয়ী দলের শাকিল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।