বর্তমান পরিপ্রেক্ষিত

মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধনের প্রস্তুতি সভা

By মেহেরপুর নিউজ

June 03, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরের দিকে মোনাখালী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাদেক আলীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতা আশকার আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক ফিরালল ইসলামসহ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। চলতি মাসে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ফরহাদ হোসেন মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।