বর্তমান পরিপ্রেক্ষিত

মোবাইল কোর্টে মেহেরপুরে সিলেটগামী পরিবহনে জরিমানা

By Meherpur News

June 01, 2025

মেহেরপুর নিউজঃ

আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ঢাকা গামী কোচে যাত্রীদের কাছে বাড়তি ভাড়া আদায় না করার বিষয়ে তদারকি করতে এসে মোবাইল কোর্টে রুট পারমিট না থাকায় জরিমান আদায় করা হয়েছে।

রবিবার বিকালের দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় এ মোবাইল কোর্ট বসানো হয়।

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় যাতে না করা হয় সে বিষয়টি তদারকি করার জন্য মেহেরপুর জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবিরের নেতৃত্বে একটি দল ঢাকা কাউন্টার গুলোতে তদারকি করেন।

এ সময় বাড়তি ভাড়া আদায় যাতে না করে সে বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে কাউন্টার মাস্টারদের সচেতন করা হয়।

এদিকে এ সময় মামুন পরিবহন নামের সিলেট গামী একটি কোচে অভিযান চালানো হয়। এ সময় মেহেরপুর সিলেটগামি ওই কোচের রোড পারমিট না থাকায় কাউন্টার মাস্টারের নিকট থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, বিআরটিএ পরিদর্শক জিয়াউর রহমান সেখানে উপস্থিত ছিলেন।