মেহেরপুর নিউজ:
ভিডিও কনফারেন্সি এর মাধ্যমে দেশব্যাপী করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে নগদ অর্থ প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এরই আলোকে মেহেরপুরে জেলা প্রশাসক মো আতাউল গনি মেহেরপুরে কয়েকজন কর্মহীন অসহায় পরিবারের হাতে টাকা দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান খোকন, বগুড়া সেনানিবাসের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফকরুদ্দিন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
এ কর্মসূচির আওতায় মেহেরপুর জেলায় মোট ৫০ হাজার পরিবারকে প্রত্যেককে ২হাজার ৫শ টাকা করে প্রদান করা হবে। এরমধ্যে মেহেরপুর সদর উপজেলায় ২০ হাজার গাংনী উপজেলায় ২২ হাজার এবং মুজিবনগর উপজেলায় ৮ হাজার পরিবার রয়েছে।