বর্তমান পরিপ্রেক্ষিত

যথাযথ মর্যাদার মধ্যে দিয়ে মেহেরপুরে মহান বিজয় দিবস পালিত

By মেহেরপুর নিউজ

December 16, 2016

মেহেরপুর নিউজ, ১৬ ডিসেম্বর: শুক্রবার ভোর ৬ টার সময় মেহেরেপুর শহীদ সামসুজ্জোাহা নগর উদ্যানে ৩১ বার তোপধ্বনরি মধ্যে দিয়ে মধ্যে দিয়ে মহান বিজয় দিবসরে সূচনা করা হয়।

সকাল সাড়ে ৬ টার সময় জেলা প্রশাসক পরিমল সিংহ জেলা বাসীর পক্ষে প্রথমে কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুস্পমাল্য র্অপন করনে, জেলা পরিষদ প্রাঙ্গনে অবস্থিত স্মৃতিসৌধে এবং পরে মেহেরপর জেলা প্রশাসন চত্বরে অবস্থিত বধ্যভূমিতে পুস্পমাল্য অর্পন করেন।

এর পর পুলিশ সুপার আনিছুর রহমান, সিভিল র্সাজন ডা. আবুল হালিম, জেলা মুক্তযোদ্ধা কমান্ডার বশির আহামেদ, পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, পৌর কলজেরে অধ্যক্ষ একরামুল আজিম, গনর্পূত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মফজিুর রহমান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সদ্দার, প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি শফিউল ইসলাম, ডিল্পোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ারুল হক শাহী মেহেরপুর সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহামেদ, বিএমএ’র সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, স্বাচিপ সভাপতি ডা. এম এ বাশার, আহামেদ আলী টেকনিক্যাল এন্ড বিজনেজ ম্যানেজম্যান্ট কলেজের অধ্যক্ষ শাহী উদ্দিন, জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুব আলম শান্তি প্রমুখ পুস্পমাল্য অর্পন করনে।