বর্তমান পরিপ্রেক্ষিত

যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

By মেহেরপুর নিউজ

April 14, 2023

মুুজিবনগর প্রতিনিধিঃ

যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরের মুুজিবনগর উপজেলা আওয়ামীলীগের উদ্দোগে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে মুুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে পর্যটন হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।মুুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত মেহেরপুর জেলা আওয়ামীলীগ সভাপতি ও ও মেহেরপুর-১আসনের সংসদ সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ।

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক আজিজুল ইসলাম,পুলিশ সুপার রাফিউল আলম ।এসময় অন্যান্যের মধ্যে মুুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু,বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম শাহীন,বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমান মধু,উপজেলা যুব মহিলা লীগ সভাপতি তকলিমা খাতুন, যুবলীগ নেতা হাসানুজ্জামান লাল্টু প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে সকল ইউনিয়ন আওয়ামীলীগ নেতা-কর্মীরা উপস্হিত ছিলেন।